October 7, 2024, 8:34 pm

খন্দকার আহাদ আহমেদের ইন্তেকাল

গাইবান্ধা প্রতিনিধি:গাইবান্ধা জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি খন্দকার আহমেদ আহমেদ (৫৫) করোনায় আক্রান্ত হয়ে ঢাকা ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার গভীর রাতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি……রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও মা রেখে গেছেন। রোববার বাদ এশা গাইবান্ধা ইসলামিয়া হাইস্কুল মাঠে নামাজে জানাযা শেষে পৌর কবরস্থানে তার লাশ দাফন করা হয়। উল্লেখ্য, খন্দকার আহাদ আহমেদ বিএনপির পররাষ্ট্র বিষয়ক উপ-কমিটি ও জি-নাইনের সদস্য ছিলেন।
তার মৃত্যুতে গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা: মইনুল হাসান সাদিক, সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল, পৌর বিএনপির সভাপতি মো. শহীদুজ্জামান শহীদ ও সাধারণ সম্পাদক অ্যাড. হানিফ বেলালসহ বিএনপির অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা