September 19, 2024, 7:00 am

মতলব ঊষার স্পোর্টিং ক্লাবের ২১ বছর পদার্পণ অনুষ্ঠানে এমপি নুরুল আমিন রুহুল

আব্দুল মান্নান খান, মতলব প্রতিনিধি: “মনের মিলে প্রাণের টানে বন্ধনে ভ্রাতৃত্বে” স্লোগান নিয়ে ২০ বছর পেরিয়ে ২১ বছরে পদার্পণ করল মতলব ঊষার স্পোর্টিং ক্লাব। আর এই বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-২ আসনের সাংসদ আলহাজ্ব নুরুল আমিন রুহুল এমপি।
শুক্রবার (১২ মার্চ) সকাল ১০ টায় ঐতিহ্যবাহী মতলব নিউ হোস্টেল মাঠে অনুষ্ঠিত বর্ষপূর্তি ও ঊষার প্রিমিয়ার লীগের উদ্বোধন করেন মতলব পৌরসভার মেয়র আওলাদ হোসেন লিটন। ক্লাবের সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক রোকনুজ্জামান রোকনের সঞ্চালনায় বর্ষপূর্তি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলবের কৃতি সন্তান সমাজ কল্যাণ মন্ত্রনালয়ের যুগ্ম সচিব ড. মোঃ আবুল হোসেন, মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ।
অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন উপজেলা আ”লীগের সাবেক সহ-সভাপতি দেওয়ান রেজাউল করিম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মুবিন সুজন, পুলিশ পরিদর্শক (ওসি) মুহাম্মদ মহিউদ্দিন মিয়া, ঊষার স্পোটিং ক্লাবের উপদেষ্টা ও মতলব ডিগ্রি কলেজের সাবেক এজিএস জহিরুল ইসলাম,কিশোর ব্রাদর্স ক্লাবের সভাপতি ফারুক বিন জামান, সাধারন সম্পাদক নজরুল ইসলাম রিপন, আল আমিন ক্রীড়া চক্রের সাধারন সম্পাদক ফারুক আহাম্মেদ বাদল, ঊষার স্পোর্টিং ক্লাবের সদস্য মেহেদী হাসান, ফয়েজুল ইসলাম মুন্না প্রমুখ। অনুষ্ঠানে মতলব পৌর সদর ৩নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর সারোয়ার হোসেন লিখনসহ ঊষার স্পোর্টিং ক্লাবের সকল সদস্য, শুভাকাঙ্ক্ষী এবং উপজেলার বিভিন্ন ক্রীড়া সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা