আব্দুস সাত্তার, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি ঃনারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নগরপাড়া ঝিহসতলার নির্জন এলাকা থেকে গতকাল ৩মার্চ বুধবার সকালে আগুনে পোড়া অজ্ঞাত মানুষের দেহাবশেষ উদ্ধার করেছে পুলিশ। পূর্বশত্রুতার জের ধরে অনত্র হত্যা করে রূপগঞ্জ-নগরপাড়া-ডেমরা সড়কের পাশে লাকরি ও পেট্রোলে আগুন দিয়ে লাশটি পোড়ানো হয়েছে বলে ধারণা করছে পুলিশ। উদ্ধারকৃত লাশের দেহাবশেষ নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে চনপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাহিদ বাদী হয়ে রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
রূপগঞ্জ থানার ওসি মহসিনুল কাদির বলেন, লাশটি এমনভাবে পোড়ানো হয়েছে পুরুষ না মহিলা তা শনাক্ত করা যাচ্ছে না। ডিএনএ পরীক্ষার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। তবে সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।###