September 8, 2024, 1:08 pm

রূপগঞ্জে জাতীয় ভোটার দিবস উদযাপন

আব্দুস সাত্তার রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি ঃনারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল ২ মার্চ মঙ্গলবার জাতীয় ভোটার দিবস উদযাপন করা হয়েছে। ‘বয়স যদি আঠারো হয়, ভোটার হতে দেরি নয়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাহ্ নুসরাত জাহান। সভায় বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শাহজাহান ভুঁইয়া, উপজেলা কৃষি অফিসার ফাতেহা নুর, উপজেলা মৎস কর্মকর্তা ইমরান হোসেন, উপজেলা নির্বাচন অফিসার মাহবুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কবির হোসেন, উপজেলা সহকারি নির্বাচন অফিসার কৃষ্ণ চন্দ্র দেবনাথ, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম.এ মোমেন, সাধারণ সম্পাদক মো: মকবুল হোসেন প্রমুখ।
পরে রূপগঞ্জ উপজেলা চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়।###

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা