শামীম আখতার, ব্যুরো প্রধান (খুলনা): স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব তাহমিনা বেগম কেশবপুর থানা পরির্দশন করেছেন। গতকাল সোমবার রাতে সরকারি কর্মসম্পাদন ব্যবস্থাপনা (এপিএ) কার্যক্রম সূচকের বাস্তবায়ন অগ্রগতির পর্যালোচনার উদ্দেশ্যে তিনি থানা পরিদর্শন করতে আসেন।
এ সময় থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জসীম উদ্দীনের নেতৃত্বে থানা পুলিশের পক্ষ থেকে ফুল দিয়ে অর্ভ্যথনা জানানো হয়। এর পর উপ-সচিব তাহমিনা বেগম পুলিশ সদস্যদের নিয়ে মত বিনিময় সভা করেন। মত বিনিময় সভা শেষে তিনি থানার হাজত খানা, মালখানা, অস্ত্রাগার, নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেক্স, ডিউটি অফিসারের কক্ষ ও কম্পাউন্ড পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইরুফা সুলতানা, পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ ওহিদুজ্জামান, উপ-পরিদর্শক পিন্টু লাল দাস, অরুপ কুমার বিশ্বাস, আজিজুর রহমান, ফজলে রাব্বি মোল্যা, তাপস কুমার রায়, মিজানুর রহমান, লিখন কুমার সরকার, সহকারী উপ-পরিদর্শক নজরুল ইসলাম, তরিকুল ইসলাম, মোমিন হোসেন, ফিরোজ হোসেনসহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ। পরিদর্শন কালে উপ-সচিব তাহমিনা বেগম থানা কম্পাউন্ডে একটি বহুতল আবাসিক ভবন নির্মাণের সুপারিশের পাশাপাশি সংশ্লিষ্ট সকলকে সরকারি কর্মসম্পাদন ব্যবস্থাপনা (এপিএ) কার্যক্রম বাস্তবায়নের লক্ষমাত্রা অর্জনে স্বচেষ্ট হতে নির্দেশনা প্রদান করেন।