September 7, 2024, 10:33 am

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিবের কেশবপুর থানা পরিদর্শন

শামীম আখতার, ব্যুরো প্রধান (খুলনা): স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব তাহমিনা বেগম কেশবপুর থানা পরির্দশন করেছেন। গতকাল সোমবার রাতে সরকারি কর্মসম্পাদন ব্যবস্থাপনা (এপিএ) কার্যক্রম সূচকের বাস্তবায়ন অগ্রগতির পর্যালোচনার উদ্দেশ্যে তিনি থানা পরিদর্শন করতে আসেন।
এ সময় থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জসীম উদ্দীনের নেতৃত্বে থানা পুলিশের পক্ষ থেকে ফুল দিয়ে অর্ভ্যথনা জানানো হয়। এর পর উপ-সচিব তাহমিনা বেগম পুলিশ সদস্যদের নিয়ে মত বিনিময় সভা করেন। মত বিনিময় সভা শেষে তিনি থানার হাজত খানা, মালখানা, অস্ত্রাগার, নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেক্স, ডিউটি অফিসারের কক্ষ ও কম্পাউন্ড পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইরুফা সুলতানা, পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ ওহিদুজ্জামান, উপ-পরিদর্শক পিন্টু লাল দাস, অরুপ কুমার বিশ্বাস, আজিজুর রহমান, ফজলে রাব্বি মোল্যা, তাপস কুমার রায়, মিজানুর রহমান, লিখন কুমার সরকার, সহকারী উপ-পরিদর্শক নজরুল ইসলাম, তরিকুল ইসলাম, মোমিন হোসেন, ফিরোজ হোসেনসহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ। পরিদর্শন কালে উপ-সচিব তাহমিনা বেগম থানা কম্পাউন্ডে একটি বহুতল আবাসিক ভবন নির্মাণের সুপারিশের পাশাপাশি সংশ্লিষ্ট সকলকে সরকারি কর্মসম্পাদন ব্যবস্থাপনা (এপিএ) কার্যক্রম বাস্তবায়নের লক্ষমাত্রা অর্জনে স্বচেষ্ট হতে নির্দেশনা প্রদান করেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা