স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃঝিনাইদহ কালীগঞ্জে পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আশরাফুল আলম আশরাফ। অপরদিকে স্বতন্ত্র মেয়র প্রার্থী হয়ে মনোনয়ন জমা দিলেন এনামুল হক ইমান। ভোট লড়াইয়ে নেমেছেন আওয়ামী লীগ প্রার্থীর ভাগ্নে আশরাফ ও ইমান আলী।তাই এই নির্বাচনে সবার নজর এখন মেয়র প্রার্থীর দিকেই। আগামী ২৮ ফেব্রুয়ারি কালীগঞ্জ পৌরসভার ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে মেয়র পদে ৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এরা হলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান মেয়র আশরাফুল আলম আশরাফ, বিএনপির মাহাবুবুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী এনামুল হক ইমান। এ নির্বাচন ঘিরে সমর্থক গোষ্ঠী ও রাজনৈতিক মহল ইতোমধ্যে সরগরম হয়ে উঠেছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের সিদ্ধান্তে বর্তমান মেয়র আশরাফুল আলম আশরাফ নৌকা প্রতিক পাওয়ার পর তিনি মনোনয়ন জমা দিয়েছেন।