September 20, 2024, 10:39 pm

আল-জাজিরা প্রতিবেদনটি তথ্যভিত্তিক নয়। এটা হলুদ সাংবাদিকতা-স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরা প্রতিবেদনটি তথ্যভিত্তিক নয়। এটা হলুদ সাংবাদিকতা। এগুলো সাংবাদিকতার নীতির ভেতরে পড়ে না। এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ও আইএসপিআর জবাব দিয়েছে।’

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী

বুধবার (৩ ফেব্রুয়ারি) হাতিরঝিলে পুলিশ প্লাজায় নৌ পুলিশের কার্যালয়ে অনুষ্ঠানে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি মনে করি আল-জাজিরা যেটা করেছে। তাদের একটা উদ্দেশ্য ছিল। সে উদ্দেশ্য নিয়েই এ ধরনের ঘটনা ঘটিয়েছেন। আমরা মনে করি, এগুলো ভিত্তিহীন এবং দেশবিরোধী একটি ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ।’

সম্প্রতি ভেজাল মদে মানুষ মারা যাওয়ার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কিছু অসাধু ব্যবসায়ীরা যারা এগুলো করছেন। তারা মাঝে মাঝেই ভেজাল মিশ্রিত করে থাকেন। বিগত দিনগুলোর দিকে তাকালে দেখবেন অনেক সময় এ ধরনের ঘটনা ঘটেছে। সবচেয়ে বড় কথা হল আমাদের ডিবি পুলিশ তাদের সবগুলোকে শনাক্ত করেছে। কোথায় কীভাবে ভেজাল হচ্ছে। তাদের ধরে ফেলেছে।

বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করছেন স্বরাষ্ট্রমন্ত্রী
বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করছেন স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘আমি আহ্বান করবো। আপনাদের মাধ্যমে যারা মদ্যপান করেন। তারা অবশ্যই ভেজাল মদ পান করবেন না। ভেজাল মদ পান করলে এ ধরনের দুর্ভোগ হতে পারে। তারা যেন সেটা মনে রাখেন। তাছাড়া আমাদের সরকারিভাবে একটি কোম্পানি কিন্তু চালু আছে। সেটার প্রোডাকশন কিন্তু বন্ধ হয়নি। আর যারা নাকি ইমপোর্ট করে আনছেন, সেটাও বন্ধ হয়নি।’

মিয়ানমারের সেনা অভ্যুত্থানের বিষয়ে /এসএইচ/এসটি/প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘মিয়ানমারের কী করছে সেটা তাদের অভ্যন্তরীণ বিষয়। মিয়ানমারে আগেও সামরিক শাসন ছিল। পরে বদলালেও সামরিক নিয়ন্ত্রণেই শাসন ছিল। সেই শাসকদের কতখানি মতা ছিল সেটা আমাদের বোধগম্য ছিল না। তবে মিয়ানমারের সীমান্তে আমাদের নজরদারি রয়েছে। যারা আগে অনুপ্রবেশ করেছেন তারা তো করেছেনই। নতুন করে কেউ যেন না করতে পারে সে বিষয়ে আমাদের নজরদারি আছে।’

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা