March 29, 2024, 5:24 am

মদনপুরে ৩ পরিবহন চাঁদাবাজ গ্রেফতার॥

গোপন সংবাদের ভিত্তিতে ৩১ জানুয়ারি রবিবার দুপুর ১.৩০ ঘটিকায় র‌্যাব-১১, সিপিএসসি এর অভিযানে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন মদনপুর বাসষ্ট্যান্ড এলাকায় ঢাকা- চট্টগ্রাম মহাসড়কে চলাচলরত যাত্রীবাহী বাস থামিয়ে চাঁদা আদায়কালে ০৩ জন চাঁদাবাজ’কে হাতে-নাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো ১। মোঃ আনোয়ার হোসেন (৩২), ২। মোঃ গিয়াস উদ্দিন (৩২) এবং ৩। মোঃ আজিম হোসেন (৩০)। এ সময় তাদের দখল হতে চাঁদাবাজির সর্বমোট নগদ ১,৩০০/- টাকা উদ্ধার করা হয়।

উপস্থিত বাস চালকদের জিজ্ঞাসাবাদ এবং প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, পলাতক আসামী মোঃ আনোয়ার হোসেনের নেতৃত্বে একটি চাঁদাবাজ চক্র দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জের বন্দর থানাধীন মদনপুর বাসষ্ট্যান্ড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলরত যাত্রীবাহী বিভিন্ন পরিবহনের বাস চালক ও হেলপারদের গুরুতর আঘাতের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে জোরপূর্বক বাস প্রতি দৈনিক ৮০/- থেকে ১০০/- টাকা করে অবৈধভাবে চাঁদা আদায় করে আসছে। কয়েকজন ভুক্তভোগী বাস চালক ও হেলপারের অভিযোগের ভিত্তিতে র‌্যাব-১১ কর্তৃক ঘটনার অনুসন্ধান করে সত্যতা পেয়ে মদনপুর বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে যাত্রীবাহী বাস থামিয়ে চাঁদা আদায়কালে চাঁদাবাজির নগদ ১,৩০০/-টাকা উদ্ধারসহ উক্ত চাঁদাবাজ চক্রের সক্রিয় সদস্য ১। মোঃ আনোয়ার হোসেন (৩২), ২। মোঃ গিয়াস উদ্দিন (৩২) এবং ৩। মোঃ আজিম হোসেন (৩০)’দেরকে হাতে-নাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, তারা দীর্ঘদিন ধরে পলাতক আসামী মোঃ আনোয়ার হোসেনের নেতৃত্বে পরষ্পর যোগসাজশে অবৈধভাবে মদনপুর বাসষ্ট্যান্ড দিয়ে চলাচলরত বিভিন্ন পরিবহনের বাস চালক ও হেলপারদের গুরুতর আঘাতের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে জোরপূর্বকভাবে চাঁদা আদায় করে আসছিল। তাদের অত্যাচারে বাস চালকরা অতিষ্ঠ।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা