September 10, 2024, 11:29 am

কেশবপুরে নবজাতকের লাশ উদ্ধার

কেশবপুরে সড়কের পাশ থেকে প্লাস্টিকের বাজার করার ব্যাগ থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার সন্ধ্যায় উপজেলার মূলগ্রাম খত্রিয়পাড়া এলাকা থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় থানার উপ-পরিদর্শক লিখন কুমার সরকার বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য যশোর মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কেশবপুর-রাজগঞ্জ সড়কের মূলগ্রাম খত্রিয়পাড়া এলাকায় সড়কের পাশে এলাকাবাসী বাজার করার প্লাস্টিকের প্যাকেটের মধ্যে কাপড়ে জড়ানো একটি নবজাতকের মরদেহ দেখতে পায়। খবর পেয়ে বুধবার সন্ধ্যায় থানার উপ-পরিদর্শক লিখন কুমার সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পৌঁছে ছেলে নবজাতকের মরদেহ উদ্ধার করে। পুলিশের ধারণা কে বা কারা অবৈধ গর্ভপাত ঘটিয়ে নবজাতকের মরদেহ ফেলে রেখে গেছে।
এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জসীম উদ্দীন বলেন, নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য যশোর মর্গে পাঠানো হয়েছে। ওই নবজাতকের ডিএনএ সংগ্রহ করে রাখা হবে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা