কেশবপুরে সড়কের পাশ থেকে প্লাস্টিকের বাজার করার ব্যাগ থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার সন্ধ্যায় উপজেলার মূলগ্রাম খত্রিয়পাড়া এলাকা থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় থানার উপ-পরিদর্শক লিখন কুমার সরকার বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য যশোর মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কেশবপুর-রাজগঞ্জ সড়কের মূলগ্রাম খত্রিয়পাড়া এলাকায় সড়কের পাশে এলাকাবাসী বাজার করার প্লাস্টিকের প্যাকেটের মধ্যে কাপড়ে জড়ানো একটি নবজাতকের মরদেহ দেখতে পায়। খবর পেয়ে বুধবার সন্ধ্যায় থানার উপ-পরিদর্শক লিখন কুমার সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পৌঁছে ছেলে নবজাতকের মরদেহ উদ্ধার করে। পুলিশের ধারণা কে বা কারা অবৈধ গর্ভপাত ঘটিয়ে নবজাতকের মরদেহ ফেলে রেখে গেছে।
এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জসীম উদ্দীন বলেন, নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য যশোর মর্গে পাঠানো হয়েছে। ওই নবজাতকের ডিএনএ সংগ্রহ করে রাখা হবে।