প্রতিনিধি: ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশনের ৬৮ নং ওয়ার্ড কাউন্সিলরের ছত্রছায়ায় ব্যাপক চাঁদাবাজি, পরিবহন থেকে শরু করে নদী পথ, বাড়ি করতে তাকে চাঁদাদিয়ে নিন্মান কাজ করতে হয় বলে ভোক্তবুগিদের অভিযোগ উঠেছে মাহমুদুল হাসান পলিনের বিরুদ্বে।
সরেজমিনে গিয়ে যানাযায়, ডেমরা স্টাফ কোয়াটার থেকে চিটাগাংরোডে চলাচল রত ইজিবাইক (অটো) প্রতিটি থেকে প্রতিদিন ৮০ টাকা করে চাঁদা আদায় করছেন প্রায় ১৫০ টি ইজিবাইক (অটো) থেকে এবং চিটাগাংরোডে চলাচল রত মিশু অটো রিক্সা চলে প্রায় দুই থেকে আরাইশত প্রতিটি মিশু অটো রিক্সা থেকে চাঁদা আদায় করছে প্রতিটি থেকে প্রতিনিনি ৪০ টাকা করে। স্টাফ কোয়াটার থেকে বড়ভাংঙ্গা মিশু অটো রিক্সা চলাচল করে প্রায় দুইশত এখান থেকে ও প্রতিটি মিশু অটো রিক্সা থেকে প্রতিদিন ৪০ টাকা চাঁদা আদায় করছে। স্টাফ কোয়াটার থেকে কোনাপাড়া রোডে মিশু অটো রিক্সা চলাচল করে প্রায় একশত মিশু অটো প্রতিটি অটো রিক্সা থেকে প্রতিদিন ৪০ টাকা চাঁদা আদায় করা হয়
সিটি কর্পোরেশনের নামে স্টানের গাড়ি ও এখান দিয়ে চলাচলরত কয়েক হাজার গাড়ি থেকে বিশ টাকা করে চাঁদা আদায় করছে তার বাহিনি।তবে সবমিলিয়ে চাঁদার অংক দারায় কত?
চিটাগাংরোডে চলাচল রত ইজিবাইক (অটো) প্রতিটি থেকে প্রতিদিন ৮০ টাকা করে চাঁদা আদায় করলে ১৫০টি অটো থেকে টাকা আদায় হয় প্রতিদিন (বারো হাজার টাকা )এবং ত্রিশ দিনে এর হিসিব দারায় (৩ লক্ষ ৬০হাজার টাকা)
চিটাগাংরোডে চলাচল রত মিশু অটো চলে প্রায় দুইথেকে আরাইশত প্রতিটি মিশু অটো রিক্সা থেকে চাঁদা আদায় করছে প্রতিটি থেকে প্রতিনিনি ৪০ টাকা করে ৪০ টাকা করে চাঁদা আদায় করলে তার হিসেব দারায় প্রতিদিন দশ হাজার টাকা মাসে তার হিসেব দারায় তিন লক্ষ টাকা।
স্টাফ কোয়াটার থেকে বড়ভাংঙ্গার মিশু অটো রিক্সা চলাচল করে প্রায় দুইশত এখান থেকে প্রতিটি মিশু অটো রিক্সা থেকে ৪০ টাকা চাঁদা আদায় করা হচ্ছে, এখনে প্রতিটি থেকে ৪০ টাকা করে আদায় করা হলে দুই শত মিশু থেকে চাঁদা আদায় হ্েচ্ছ প্রতিদিন আট জাজার টাকা ত্রিশ দিনে তার হিসিব দারায় (দুই লক্ষ চল্লিশ হাজার টাকা।
কোনাপাড়ায় চলাচলরত মিশু আছে পায় একশত এগুলো থেকে প্রতিদিন প্রতিটি মিশু অটো থেকে চাঁদা আদা করা হচ্ছে চল্লিশ টাকা করে তাহলে এখানে প্রতিদিন চাঁদা আদায় হচ্ছে চাঁর হাজার টাকা মাসে এর অংক দারায় (এক লক্ষ বিশ হাজার টাকা।
আর যদি ধরা যায় সিটিকর্পোরেশনের নামে প্রতিটি গাড়ি থেকে বিশ টাকা করে চাঁদা আদায় হলে প্রতিদিন প্রায় দুই হাজার গাড়ি হতে চল্লিশ হাজার টাকা ত্রিশ দিনে তা গিয়ে দারায় (বারো লক্ষ টাকা।
মোট চাঁদার হিসেব দারায় মাসে প্রায় ২২ লক্ষ টাকা বছরে চাঁদার হিসিব দারায় প্রায় তিন কোটিতে ।এছারা এলাকায় কোনলোক বাড়ি নিন্মান করতে হলে তাদের কাছ থেকে তাদের মনগরা মত দাম দিয়ে ইট বালু রড সিমেন্ট কিনতে হয় আর না হলেই নেমে আসে তাদের উপর হামলা মামলা। আবার শীতলক্ষা নদীতে ইজারার নামে জোরর্পূবক চাঁদাবাজি করছে তার বাহিনী। লাল বালু, পাথর, ও বালুবাহী টলার ,ড্রেজার পেলেতো আর কথাই নেই। সব মিলিয়ে মাহমুদুল হাসান পলিনের অত্যাচারে অতিষ্ট হয়ে পরেছে সকল শ্রেনির মানুষ তারা বলছেন এজেন নতুন নুর হোসেনের আর্বিভাব ্তার অত্যাচার থেকে পরিতান চায় সকল শ্রেনির মানুষ ও ভোক্তভোগিরা।
এব্যপারে পলিনের মোঠোফোনে একাদিক বার ফোন করে তাকে পাওয়া যায়নি।
আরো আসছে চোখঁ রাখুন আগামির সংখায়