April 19, 2024, 1:05 am

নওগাঁয় জেলা প্রশাসকের ভূমিহীন পরিবার পুর্নবাসন কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে প্রেস ব্রিফিং

সোহেল রানা,নওগাঁ জেলা প্রতিনিধিঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী “বাংলাদেশের একজন মানুষ গৃহহীন থাকবে না” প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নের দেশের সকল গৃহহীন ও ভূমিহীন পরিবার পূর্ণবাসন কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করেছেন নওগাঁর জেলা প্রশাসক হারুন-অর-রশিদ, আজ বেলা ১২টার সময় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক উত্তম কুমার, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোহাম্মদ ইব্রাহিম, নওগাঁ সদর উপজেলা নির্বাহি অফিসার মির্জা ইমাম উদ্দিন সহ জেলা প্রেস ক্লাব ও জেলা সাংবাদিক ইউনিয়নের সাংবাদিকবৃন্দ। এ সময় জেলা প্রশাসক হারুন অর রশিদ বলেন, নওগাঁ জেলার প্রথম পর্যায়ের নির্মিত গৃহের সংখ্যা মোট ১০৫৬টি। নওগাঁ সদর উপজেলায় ১১০টি, বদলগাছি ৪৮টি, মহাদেবপুরে ৩৪টি আত্রাই ১৭৫ টি রানীনগর ৯০টি মান্দা ৯০টি পত্নীতলায় ১১৪টি ধামইরহাটে ১৫০টি পোরশা ৫৪টি নিয়ামতপুরে ৭১টি সাপাহারে ১২০টি এ মোট ১০৫৬টি ঘর মাননীয় প্রধানমন্ত্রী আগামী ২৩‘শে জানুয়ারি শনিবার সকাল ১০.৩০ সময় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপকারভোগী পরিবারের কাছে ঘরগুলো হস্তান্তর কার্যক্রম শুভ উদ্বোধন করবেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা