সিদ্ধিরগঞ্জে মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন। ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে গতকাল মঙ্গলবার সকাল ১১’টায় নাসিক ৩নং ওয়ার্ড নয়াআটি মুক্তিনগর এলাকাবাসী মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের দাবিতে এ মানববন্ধন করেছে। শ্রমিক নেতা শাহ-আলম ও হিমেল মাদক ব্যবসায় বাধা দেওয়ায় গত রোববার সন্ধায় এলাকার চিহৃত মাদক ব্যবসায়ীরা তাদের উপর হামলা চালায়। হামলার ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।
এলাকাবাসী জানায়, নাসিক ৩নং ওয়ার্ড নয়াআটি মুক্তিনগর এলাকায় তাহারুল, হাবিব, রাকিব, আল আমিন মন্টু, তুষার, রাজু ও সিহাবসহ বেশ কয়েকজন প্রকাশ্য মাদক বিক্রয় করে আসছে। এদেরকে শ্রমিক নেতা শাহ-আলম ও হিমেল এলাকার মধ্যে মাদক বিক্রয় করতে নিষেধ করে। এতে মাদক ব্যবসায়ীরা ক্ষিপ্ত হয়ে দল বেধে গত রোববার সন্ধায় শ্রমিক নেতা শাহ-আলম ও হিমেলকে রাস্তায় একা পেয়ে রড, সাবল, রানদা ও চাকু দিয়ে অর্তকিত হামলা চালায়। হামলায় শ্রমিক নেতা শাহ-আলমের মাথায় ও হিমেলের পায়ে ধারালো চাকু দিয়ে আঘাত করে। আঘাতে শাহ-আলম ও হিমেল মাটিতে লুটিয়ে পরলে মাদক ব্যবসায়ীরা রড দিয়ে এলোপাথারী পিটাতে থাকে। গুরুতর আহত শ্রমিক নেতা শাহ-আলম ও হিমেলকে এলাকাবাসী উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। শ্রমিক নেতা শাহ-আলমের মাথায় ৬’টি ও হিমেলের পায়ে ৩’টি সেলাই দেওয়া হয়। এ হামলার ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। মাদক ব্যবসায়ী হামলাকারীদের গ্রেফতারের দাবিতে এলাকাবাসী ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে গতকাল মঙ্গলবার সকাল ১১’টায় মানববন্ধন করে। এলাকাবাসী আরো জানায়, তাহারুল, হাবিব, রাকিব, আল আমিন মন্টু, তুষার, রাজু ও সিহাবের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানাসহ আশ-পাশের বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। তারা এলাকার চিহৃত মাদক ব্যবসায়ী। এদের ভয়ে এলাকার কেহ কথা বলে না।#####