September 7, 2024, 11:59 am

র‌্যাব সেবা সপ্তাহ উপলক্ষে র‌্যাব-৬’র বৃক্ষরোপনসহ গাছের চারা বিতরণ কর্মসূচী পালন

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃমুজিব শতবর্ষ উপলক্ষে ঝিনাইদহে র‌্যাব সেবা সপ্তাহে এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ ও বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার দুপুরে র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের পক্ষ থেকে সদর উপজেলার চুয়াডাঙ্গা দারুল কোরআন হাফেজীয়া মাদরাসা ও এতিম খানায় খাবার বিতরণ করা হয়। ও সোমবার ঝিনাইদহের উজির আলী মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ এবং ঝিনাইদহ কালেক্টরেট স্কুল প্রাঙ্গনে বৃক্ষরোপন করা হয়। এসময় কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার কামাল উদ্দিন এতিমখানার ১’শ জন এতিম শিশুদের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন ও বৃক্ষরোপন কর্মসূচিতে উপস্থিত থেকে স্কুল প্রাঙ্গনে বৃক্ষ রোপন করেন। এয়াড়াও বৃক্ষরোপন কর্মসূচিতে স্কুল দুটির প্রতিষ্ঠান প্রধান,শিক্ষকবৃন্দ ও স্কুলের সাধারন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন। র‌্যাব-৬ জানায়, মুজিব শতবর্ষ উপলক্ষে গত শুক্রবার থেকে শুরু হয়েছে সেবা সপ্তাহ। যা চলবে আগামী ১১ জানুয়ারি পর্যন্ত সেবা সপ্তাহে র‌্যাব সদস্যরা স্বেচ্ছায় রক্তদান, বৃক্ষরোপন, শীতবস্ত্র বিতরণ, মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা প্রদান করবেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা