অলিয়ার রহমান,কেশবপুর প্রতিনিধিঃকেশবপুর উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নে সোমবার সন্ধ্যায় কৃষক লীগের ত্রি -বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
“কৃষক বাঁচাও-দেশ বাঁচাও” লক্ষে সাতবাড়িয়া ইউনিয়নের সাতবাড়িয়া বাজারে কৃষক নেতা নওশের আলীর সভাপতিত্বে এবং সাতবাড়িয়া ইউনিয়ন কৃষক লীগের যুগ্ম আহবায়ক জাহিদুল হাসানের সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, যশোর জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সাতবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান সামছুদ্দীন দফাদার, গৌরীঘোনা ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের আহবায়ক মাসুদুজ্জামান মাসুদ, কেশবপুর পৌর কৃষক লীগের আহবায়ক গোলাম ফারুক। প্রথম পর্বে কৃষক লীগের পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষনা করেন।
দ্বিতীয় পর্বে, কেশবপুর উপজেলা কৃষক লীগের সভাপতি সৈয়দ নাহিদ হাসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রমেশ চন্দ্র দত্তের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন। প্রধান অতিথি নতুন কমিটির নাম ঘোষনার জন্য
প্রধান বক্তা কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফার উপর দায়িত্ব অর্পন করেন।
সভায় সর্বসম্মতিক্রমে নওশের আলীকে সভাপতি এবং জাহিদুল হাসানকে সাধারণ সম্পাদক করে ৬১ সদস্য বিশিষ্ট হাসানপুর ইউনিয়ন কৃষক লীগের কমিটি গঠন করা হয়।