September 10, 2024, 1:53 pm

বাংলাদেশ মহিলা পরিষদ’র সভাপতির মৃত্যুতে না:গঞ্জ জেলা কমিটির শোক

বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট নারী নেত্রী আয়শা খানমের মৃত্যুতে নারায়ণগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ গভীর শ্রদ্ধা ও শোক জানান।

বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট নারী নেত্রী আয়শা খানম অদ্য ২রা জানুয়ারী ২০২০ তারিখ ভোর ৩টা ৩০ মিনিট ঘটিকায় মৃত্যু বরণ করেন। ( ইন্নালিল্লাহি…রাজিউন)

তিনি ৬২-র ছাত্র আন্দোলন, ৬৯-এর গণ অভ্যুত্থান এবং মহান মুক্তিযুদ্ধসহ সকল প্রগতিশীল আন্দোলনের সক্রিয় সংগঠক ছিলেন। ছাত্র জীবন শেষে তিনি বঙ্কিত, নিপীড়িত, অধিকারহীন নারীদের অধিকার আদায়ে আমৃত্যু নিয়োজিত ছিলেন। তিনি অসাম্প্রদায়িক চেতনা ও নারী-পুরুষের সমতাপূর্ণ রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখতেন। তাঁর মৃত্যুতে নারী আন্দোলন এক অকৃত্রিম অভিভাবককে হারাল।

নারীমুক্তির আজীবন সংগ্রামী এই ত্যাগী নেত্রীর প্রয়াণে নারায়ণগঞ্জ জেলা শাখার পক্ষে সভাপতি লক্ষ্মী চক্রবর্তী ও সাধারণ সম্পাদক এড্ হাসিনা পারভীন গভীর শোক ও শ্রদ্ধা জানান। একই সাথে তাঁর পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান, যাতে তারা এই শোক দ্রুত কাটিয়ে উঠতে পারেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা