কেশবপুর প্রতিনিধিঃকেশবপুরে ইদ্রিস আলী (১৮) নামে এক ভ্যানচালককে খুন করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে উপজেলার মঙ্গলকোট ইউনিয়নের বসুন্তিয়া গ্রামে। পুলিশ ঘটনাস্থল থেকে শুক্রবার দুপুরে লাশ উদ্ধার করে যশোর মর্গে প্রেরণ করেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার শ্রীফলা গ্রামের সাহাবুদ্দীন সরদারের ছেলে ভ্যানচালক ইদ্রিস আলী প্রতিদিনের ন্যায় বৃহ¯পতিবার ভ্যান চালাতে যায়। এদিন সে আর বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখোঁজি করে। পরে শুক্রবার সকালে তার লাশ পাশ্ববর্তী মঙ্গলকোট ইউনিয়নের বসুন্তিয়া গ্রামের একটি ধানক্ষেতে পাওয়া যায়। লাশ উদ্ধারের সময় মাথার পিছনে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, ভ্যান ছিনতাই করার উদ্দেশ্যেই ছিনতাইকারীরা তাকে আঘাত করে। পরে মারা গেলে ধান ক্ষেতে ফেলে ভ্যান নিয়ে পালায় দুর্বৃত্তরা।
এ ব্যাপারে মঙ্গলকোট ইউনিয়নের বিট পুলিশিং কর্মকর্তা উপ-পরিদর্শক ফজলে রাব্বী বলেন, হত্যার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় মামলা রুজুর প্রস্তুতি চলছে। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর মর্গে পাঠানো হয়েছে।