September 8, 2024, 1:10 pm

এক নজরে ঝিনাইদহ ৬ উপজেলার২০২০ সালের ঘটনা

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ২০২০ সালের সারা বছর জুড়ে বিভিন্ন ঘটনা আলোচিত হয় ঝিনাইদহ ৬ উপজেলা। মহামারি করোনায় আক্রান্ত ও মৃত্যুর ঘটনায় উদ্বিগ্ন ছিল জেলার মানুষ। ঘুর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্থ হয় ৮৯ কোটি টাকার সম্পদ। বিদায়ী বছরে এ জেলায় হত্যার ঘটনা ঘটেছে ৩০টি। ধর্ষণ হয়েছে ৮৩টি। সর্বশেষ ২১ ডিসেম্বর কোটচাদপুর মামুনশিয়া গ্রামে শিমু ধর্ষনের ঘটনাঘটে। একই দিন করোনায় মারা যান ঝিনাইদহের প্রকৌশলি মনিরুজ্জামান। ১৭ ডিসেম্বর মহেশপুরে ১৬২৪ বোতল ফেনসিডিল ও ট্রাক সহ হেলপার সাদ্দাম হোসেন আটক হয়। ১৩ ডিসেম্বর পুলিশ পরিচয়ে প্রতারনায় উজ্জ্বল ও জাহিদ নামে দু,জন আটক। ৩ ডিসেম্বর কালীগঞ্জের খোসালপুর গ্রামে একদিনে স্বামী ও স্ত্রীর মুত্যু। ৩ ডিসেম্বর ঝিনাইদহ কাতলাগাড়ি গ্রামে প্রেমিকের মৃত্যুর ৩ দিন পর প্রেমিকার মৃত্যু। প্রথমে সুমন হালদার ৩ দিন পর মিনা আক্তার মারা যায়। ৩ নভেম্বর ঝিনাইদহে ৯ কেজি রুপাসহ ২ জন কে আটক করে ঝিনাদহ ডিবি পুলিশ। ৯ সেপ্টেম্বর ঝিনাইদহ কাশিমপুর গ্রামের হিজড়া কারিশমা কে হত্যা করা হয়। ২০২০ সালে ঝিনাইদহের কালীগঞ্জ শহরের মাদরাসাছাত্র আলামিন হত্যাকান্ডে ব্যবহৃত ছুরি উদ্ধারে গিয়ে হামলায় ঝিনাইদহ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পাঁচ সদস্য আহত হওয়ার ঘটনা ছিল উল্লেখযোগ্য। ৩০ নভেম্বর রাতে বাড়ির পাশে ওয়াজ মাহফিল শুনতে যাওয়ার পর আল আমিন নিখোঁজ হয়। নিখোঁজের চারদিন পর ওই এলাকায় নির্মাণাধীন একটি চারতলা ভবনের পেছন থেকে তার জবাই করা লাশ পাওয়া যায়। ৯ সেপ্টেম্বর কালীগঞ্জ বলরামপুর গ্রামের ৯ম শ্রেনীর ছাত্র নাইম হোসেন কে তার ২ বন্ধু হত্যা করে। ৯ জানুয়ারি ঝিনাইদহের মহেশপুরে স্বপন হোসেন (৩৫) নামে এক ইউপি মেম্বারকে কুপিয়ে খুন করে দুর্বৃত্তরা। স্বপন উপজেলার মান্দারবাড়িয়া ইউনিয়নের মান্দারবাড়িয়া গ্রামের আরশাদ আলীর ছেলে ও সাত নম্বর ওয়ার্ডের নির্বাচিত মেম্বার। এ ছাড়া ঝিনাইদহের মহেশপুরে সোহাগ হোসেন (২৩) নামে এক যুবকের পুরুষাঙ্গ কেটে চাঞ্চল্যের সৃষ্টি করেন তার স্ত্রী শারমিন খাতুন। ঝিনাইদহ তেতুলবাড়িয়া গ্রামের আবদুস সামাদ ১০ বছরের সাজা থেকে বাচতে ২৬ বছর পালিয়ে থাকার পর আটক হয় ১১ নভেম্বর। ১৭ ফেব্রæয়ারি ঝিনাইদহে ঝিনাইদহের পৌর শহরের নতুন হাটখোলায় সৌরভ হোসেন কর্তৃক পিংকি খাতুন (২২) নামে এক গৃহবধুর গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে হত্যা ঘটনা জেলাবাসীর আলোচনায় ছিল। ৯ ডিসেম্বর শৈলকুপায় সহদর ভাই ও ভাবি কৃষক রিপন কে গলা টিপে হত্যা করে বাড়ির পাশে ডোবায় পুতে রাখে সম্পত্তির লোভে। কালীগঞ্জে ১৪ নভেম্বর ৫ বছরের শিশু ধর্ষনের শিকার হয়। বছর জুড়েই আলোচনায় ছিল ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে উদ্বেগজনক হারে নারী-পুরুষ-শিশুর বাংলাদেশে প্রবেশ। পুরো বছর বিনা পাসপোর্ট ও ভিসায় সীমান্ত অতিক্রম করার অভিযোগে প্রায় পাঁচ শতাধিক নারী-পুরুষ ও শিশুকে আটক করে বিজিবি। এ ঘটনায় শতাধিক মামলা হয় ভারত সীমান্তবর্তী থানা মহেশপুরে। জেলার মহেশপুর উপজেলার সঙ্গে ভারতের ৬৫ কিলোমিটার সীমান্ত রয়েছে। যার অনেক স্থানে কাঁটাতারের বেড়া নেই। বাংলাদেশ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ১৭টি ক্যাম্প এসব এলাকায় দায়িত্ব পালন করছে। ২০ অক্টোবর মহেশপুরে ১০ জন অনুপ্রবেশ কারিকে আটক করা হয়। বছরজুড়ে আলোচনায় ছিল মাটির নিচ থেকে দুইশ’ বছরের পুরনো মুদ্রা উদ্ধারের বিষয়টি। মাটিটানা পাওয়ার ট্রলির চাকার ঘর্ষণে বেরিয়ে আসে মহামূল্যবান মুদ্রা। সংবাদ পেয়ে মুহুর্তের মধ্যে সেখানে ছুটে আসেন প্রতিবেশি নারী-পুরুষ ও শিশুরা। সবাই ‘নীচে আরো এমন মুদ্রা আছে’ গুজবে মাটি খুঁড়তে থাকে। সময় গড়ানোর সাথে সাথে বাড়তে থাকে শত শত উৎসুক মানুষের ভিড়। ঘটনাটি ঘটে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার জামাল ইউনিয়নের গোপালপুর গ্রামের। উদ্ধার হওয়া মুদ্রার ব্রিটেনের রানি ভিক্টোরিয়া ও রাজা সপ্তম এডওয়ার্ডের ছবি ছিল। এ বছর জেলায় করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হন দুই হাজার ২৮২ জন। মারা যান ৪০ জন; যা ছিল উদ্বেগজনক। পরিস্থিতির মোকাবেলায় বিশেষ মেডিকেল টিম ও স্থানীয়দের নিয়ে স্বেচ্ছাসেবক টিম গঠন করে জেলা প্রশাসন। আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এলাকাভিত্তিক লকডাউন করা হয়। করোনার প্রবাবে বেচাকেনা বন্ধ হওয়ায় মাঠেই নষ্ট হয় শত শত হেক্টর জমির ফুল। এ বছর জেলায় ১৬ জন সাপের কামড়ে মারা যান। এরমধ্যে জেলার শৈলকুপায় মারা যান ১১ জন। ফলে জেলার শৈলকুপাবাসীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়েছে পড়ে। এছাড়া ঘূর্ণিঝড় আম্পানে জেলার দুই লাখ ২৭ হাজার চাষি ক্ষতিগ্রস্থ হন। মে মাসের শেষ দিকে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া শক্তিশালী এই ঘূর্ণিঝড়ে গাছপালা ভেঙে পড়ে। ফসলের ক্ষেত নষ্ট হয়। মাছের ঘের ও পুকুর ভেসে যায়। ঝড়ে প্রায় দেড় হাজার হেক্টর কলার ক্ষেত নষ্ট হয়। এ ছাড়া ধান, পান, শাক সবজি, লিচু ও আম এবং ঘরবাড়িসহ প্রায় ৮৯ কোটি টাকার সম্পদ নষ্ট হয় বলে জেলা কৃষি অফিস থেকে জানা গেছে। আক্টোবর মাসে কালীগঞ্জে অন্তত ২৫ জন কৃষকের সবজি খেতেরফসল দুর্বৃত্তরা নষ্ট করে এবং অনেকের মাছের পুকুরে বিষ ঢেলে দেয়। কালীগঞ্জে তেতুলবাড়িয়া গ্রামের ৫ মাসের অন্তঃস্বত্তা গুহবধু কে ৪ জন মিলে ধর্ষন করে। হরিনাকুন্ডের গোপিনাথপর গ্রামের ৭০ বছরের বৃদ্ধা প্রতিবন্ধি কে ধর্ষনের শিকার। ১৬ অক্টোবর মহেশপুরে দেবরের হাতে ভাবি নিহত। কালীগঞ্জে ১৯ কোটি টাকার রাস্তা নির্মানের ৭ দিনের মধ্যে উঠে যায়। ঝিনাইদহ খামারাইল গ্রামের মমরেজ আলীর ৮ বিঘা জমির পুকুরে গ্যাস ট্যবলেট দিয়ে মাছ নিধন করে। ১২ অক্টোবর শৈলকুপায় আওয়ামী লীগের দু,গ্রæপের সংঘর্ষে ১ জন নিহত হয়। ১ অক্টোবর শৈলকুপায় ই্সলামি বিশ^বিদ্যালয়ের ছাত্রি তিন্নি কে হত্যা হয়। ৭ অক্টোবল প্রতিবন্ধি পাগলির সন্তান আদরি প্রধানমন্ত্রীর উপহার নিয়ে বাড়ি ফেরে। ঝিনাইদহ আবাসিক হোটেলে ইন্দ্রজিতের ঝুলন্ত লাশ উদ্ধার। ৬ অক্টোবল ভারতীয় নাগরিকসহ ৪৩ জন আটক। শৈলকুপায় ২ অক্টোবর পৌর এলাকায় এক রাতে ৬০০ কলা গাছ কর্তন। শৈলকুপায় কলেজ ছাত্র সুজন নিখোজের ৪ দিন পর লাশ উদ্ধার। ৩ সেপ্টেম্বর কোটচাদপুরে প্রবাসির স্ত্রী নুপুর খাতুন পাশের বাড়ি টাকা আনতে গিয়ে খুন হয়। ঝিনাইদহে মাদক দিয়ে সার ব্যবসায়িকে ফাসাতে গিয়ে রামপ্রসাদ নামে এক এসআই বরখাস্ত হয়। কালীগঞ্জে ১৪ দিনে করোনায় মা ও ছেলের মৃত্যু। ২৩ আগস্ট ঝিনাইদহ সাগান্না গ্রাম থেকে জঙ্গি এনামুল হক ও সিরাজুল ইসলাম কে বোমা তৈরির মালামালসহ আটক হয় পুলিশের হাতে। ২০২০ সালটি সারা বছর জুড়ে বিভিন্ন ঘটনা আলোচিত হয়ে ঝিনাইদহ ৬ উপজেলা পার হল।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা