September 11, 2024, 11:18 pm

বেনাপোলে যুবক হত্যাকান্ডে সন্দেহে ভাজন স্বামী স্ত্রী আটক

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল প্রতিনিধি: বেনাপোল দুর্গাপুর গ্রামে নিজ বাড়ির সামনে গলায় তার পেচিয়ে আল আমিন হত্যাকান্ডে সন্দেহ ভাজন স্বামী স্ত্রী দুইজনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ যশোর এর সদস্যরা। নিজ বাড়ির সামনে হত্যাকন্ডের পর এলাকায় বাতাসে নানান ধরনের গুঞ্জন ছড়ালেও হত্যাকান্ডের তিন দিন পার হলেও আসল রহস্য উন্মোচন হয়নি এখনও।

এ হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে বেনাপোলের দুর্গাপুর গ্রামের জহুরুল ইসলাম ও তার স্ত্রী কামরুন্নাহার কটিলাকে আটক করেছে ডিবি পুলিশ। এলাকায় গুঞ্জন রয়েছে জহুরুলের স্ত্রীর সাথে আল আমিন এর পরকীয়া প্রেম ছিল।

কামরুন্নাহার জহুরুল দম্পত্তির দশ বছরের ছেলে জাকারিয়া বলেন, আল আমিন তাদের বাড়িতে মাঝে মধ্যে যেত। এবং তাদের খাওয়া দাওয়া সম্পর্কে খোজ খবর নিত। এছাড়া মাঝে মধ্যে আমাদের স্কুলেও পৌছে দিত তার সাইকেলে করে। তার মায়ের সাথে মাঝে মধ্যে মোবাইল ফোনেও কথা হত আল আমিন এর।
জুহুরুলের বড় স্ত্রী শাহানারা জানায় তার স্বামী ও তার ছোট স্ত্রী কামরুন্নাহার এর বয়সের তফাৎ ছিল অনেক। আমি অন্য বাসায় থাকতাম। সম্প্রতি আমার স্বামী আমাদের এক বাসায় নিয়ে আসে। সেখান থেকে প্রায় মাসে খানেক আবার কামরুন্নাহার আমার স্বামীর ব্যাবসায়ীক প্রতিষ্ঠান দুর্গাপুর রাস্তায় চলে যায়। সেখানে একটি রুমে তারা থাকত।

জহুরুলের বড় স্ত্রীর মেয়ে খাদিজা বেগম বলেন, আল আমিন এর সাথে তার ছোট মায়ের সম্পর্ক ছিল এটা তারা লোক মুখে শুনেছে। প্রায় তিন চার মাস আগে তার সাথে অনৈতিক কাজে মিলিত হওয়ায় তাদের তার পিতা জহুরুল দেখে ফেলে। এটা আমরা শুনেছি। অপরদিকে স্থানীয়রা নাম প্রকাশ না করার শর্তে বলে লোক মুখে শনেছি তবে তাদের কোন দিন কোন অনৈতিকতার কাজে জড়িত আছে এমন অবস্থায় দেখি নাই বা শুনি নাই।

যশোর ডিবি পুলিশ জানায় আমরা জিজ্ঞাসাবাদের জন্য জহুরুল কামরুন্নাহার দম্পত্তিকে মঙ্গলবার বেনাপোলের দুর্গাপুর রোডের একটি ইজিবাইক চার্জের গ্যারেজ থেকে নিয়ে এসেছি।

উল্লেখ্য গত রোববার রাত্রে কোন এক সময় আল আমিনকে গলায় তার পেচিয়ে ফাঁস দিয়ে নৃশংশভাবে হত্যা করে তার বাড়ির সামনে গাছের নিচে ফেলে যায়। পরের দিন সোমবার সকালে বেনাপোল পোর্ট থানা পুলিশ সদস্যরা লাশটি উদ্ধার করে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা