শামীম আখতার, ব্যুরো প্রধান (খুলনা): কেশবপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক সাজ্জাদ আলী সরদারের (৬৯) দু’দিন নিখোঁজ থাকার পর বৃহ¯পতিবার দুপুরে মৎস্য ঘেরের ভেতর থেকে থানা পুলিশ লাশ উদ্ধার করেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার সারুটিয়া গ্রামের মৃত করম আলী সরদারের ছেলে অবসরপ্রাপ্ত শিক্ষক সাজ্জাদ আলী সরদার গত মঙ্গলবার থেকে নিখোঁজ ছিলেন। নিখোঁজের ঘটনায় তার ছেলে শাহিদুর রহমান বুধবার থানায় একটি সাধারণ ডায়েরী করেন। বৃহ¯পতিবার পরিবারের সদস্যরা বাড়ির পাশ্ববর্তী একটি মৎস্য ঘেরের ভেতর পানিতে তার লাশ ভাসতে দেখে থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করেছে।
এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জসীম উদ্দিন বলেন, মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।