September 10, 2024, 2:09 pm

মিতালী মার্কেটে নোয়াখাইল্লা শিপনের চাঁদাবাজী

সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় অবস্থিত মিতালী মার্কেটে আবু সাঈদ শিপন@নোয়াখাইল্লা শিপনের চাঁদাবাজী। মাকের্ট কমিটি নিয়ে দীর্ঘদিন ধরে চলছে বিরোধ। বিরোধের কারনে মিতালী মাকের্ট অফিসে তালা ঝুলিয়ে দেয় সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। এমনকি গত কিছুদিন মিতালী মাকের্টে পুলিশ মোতায়ন করা হয়ে ছিল। এমতাবস্থায় আবু সাঈদ শিপন@নোয়াখাইল্লা শিপন মার্কেটের ব্যবসায়ীদের কাছে থেকে চাঁদা নিচ্ছে বলে অভিযোগ ব্যবসায়ীদের। নাম প্রকাশে অনিচ্ছুক মিতালী মার্কেটের কয়েকজন ব্যবসায়ীরা জানান, পুরোনো কমিটিতে থাকা আবু সাঈদ শিপন মিতালী মাকের্ট থেকে বিদ্যুৎ বিল ও বিভিন্ন সার্ভিস চার্জের কথা বলে এ চাঁদাবাজী করে আসছে। কোন ব্যবসায়ী চাঁদা দিতে না চাইলে তাদের নানাভাবে হয়রানী করছে। আবু সাঈদ শিপন@নোয়াখাইল্লা শিপনের হাত থেকে পরিত্রাণ চায় মিতালী মাকের্ট ব্যবসায়ীরা। এদিকে চাঁদাবাজীর বিষয়ে জানতে আবু সাঈদ শিপন@নোয়াখাইল্লা শিপনের মোবাইলে (০১৮৬১১১১২৯৯) একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেনি।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা