মোঃ রাসেল ইসলাম,বেনাপোল প্রতিনিধি: উন্নত চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে শার্শা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের মাঝে চিকিৎসা উপকরন করেন এমপি শেখ আফিল উদ্দিন। উপজেলা পরিষদ শার্শা কর্তৃক আয়োজিত এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এর বাস্তবায়নে চিকিৎসা উপকরন গুলি চিকিৎসকদের হাতে তুলে দেন প্রধান অতিথি। অপর দিকে শার্শার এমপি শেখ আফিল উদ্দিন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে পৌরসভায় পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্প(জিওবি-আইডিবি) এর আওতায় নির্মিত জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর,শার্শা উপজেলার নতুন দ্বিতল ভবন এর শুভ উদ্বোধন ঘোষনা করেন। ভবনটিতে লাল ফিতা কেটে ও দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে দ্বিতল ভবনটি উদ্বোধন করা হয়েছে। ভবন উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা আ.লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, উপজেলা ভূমি ম্যাজিস্ট্রেট রাসনা শারমিন মিথি, কৃষি কর্মকর্তা সৌতম কুমার শীল, উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল ওহাব, শিক্ষা অফিসার হাফিজুর রহমান, শার্শা থানার ওসি বদরুল আলম, সাধারণ সম্পাদক নুরুজ্জামান,যশোর জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস,যশোর জেলা আ.লীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক আসিফ উদ দৌলা সরদার অলোক, ছাত্রলীগ নেতা আব্দুর রহিম সর্দার ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রাসেলসহ উপজেলার ১১টি ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ।