নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর রাণীনগর উপজেলায় সরকারি ভাবে চলতি আমন মৌসুমে অভ্যন্তরীন ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। রবিবার দুপুরে রাণীনগর খাদ্য গোডাউনে ফিতা কেটে ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করেন স্থানীয় এমপি আনোয়ার হোসেন হেলাল।
এ সময় উপজেলা ধান-চাল ক্রয় কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফরিদা বেগম, ভাইস চেয়ারম্যান জারজিস হাসান মিঠু, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সিরাজুল ইসলাম সরকার, খাদ্য গোডাউন কর্মকর্তা শরিফুল ইসলাম লিটনসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
খাদ্য গোডাউন কর্মকর্তা শরিফুল ইসলাম লিটন জানান, চলতি মৌসুমে কৃষকদের নিকট থেকে ২৬ টাকা কেজি দরে ৯১৬ মেট্রিকটন ধান এবং মিলারদের নিকট থেকে ৩৭ টাকা কেজি দরে ১ হাজার ৮৫৬ মেট্রিকটন সিদ্ধ ও ৩৬ টাকা কেজি দরে ১২৫ মেট্রিকটন আতব চাল ক্রয় করা হবে। উদ্বোধনে সরাসরি একজন কৃষকের নিকট থেকে এক মেট্রিকটন ধান ক্রয় করা হয়।