শামীম আখতার,ব্যুরো প্রধান (খুলনা) বাংলাদেশ পুলিশ বাহিনীর পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন প্রকার সামাজিক, মানবিক ও উৎসাহমূলক কার্যক্রমে ব্যাপক ভূমিকা পালন করে চলেছেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম। সামাজিক দায়বদ্ধতা থেকে একের পর এক গণমুখী কার্যক্রম অব্যাহত রেখে জন্মগত শারীরিক প্রতিবন্ধী শিশু রাফিয়াকে হুইল চেয়ার প্রদান করেছেন।
চুয়াডাঙ্গা পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা গেছে, পুলিশ সুপারের মানবিক দৃষ্টিতে সমাজের অসহায়, সুবিধা-বঞ্চিত মানুষগুলোর পাশে দাড়ানোর বিষয়টি জানতে পেরে আলমডাঙ্গা থানার গোপীনগর গ্রামের আবু মুছার ছেলে মোঃ সাঈদ হোসেন সামাজিক দায়বদ্ধতা থেকে চুয়াডাঙ্গা পুলিশ সুপারের সাথে যোগাযোগ করে দামুড়হুদার রামনগর গ্রামের জন্মগত শারীরিক প্রতিবন্ধী শিশু রাফিয়া খাতুনের (১২) জন্য ১টি হুইল চেয়ার প্রদানের বিষয় নিয়ে কথা বলেন। তারই প্রেক্ষিতে ২৯ নভেম্বর (রবিবার) সকালে শারীরিক প্রতিবন্ধী রাফিয়া খাতুনকে পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে আসলে নাটুদহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলামের আর্থিক সহযোগীতায় পুলিশ সুপার রাফিয়া খাতুনকে ১টি হুইল চেয়ার প্রদান করেন। এসময় রাফিয়া খাতুনের মায়ের মুখে কৃতজ্ঞতার এক অকৃত্রিম হাসি ফুঁটে উঠে।
ইতিমধ্যে পুলিশ সুপার সামাজিক গণমাধ্যম ফেসবুকে বিভিন্ন মানুষের পোস্ট দেখে নবগঠিত দর্শনা থানার গড়াইটুপি গ্রামের আনারুলকে চলতি বছরের গত ১ সেপ্টেম্বর ১টি হুইল চেয়ার এবং ২ সেপ্টেম্বর আলমডাঙ্গার গোপীনগর গ্রামের খায়রুন নেছাকেও ১ টি হুইল চেয়ার প্রদান করেন।
এ ব্যাপারে চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম বলেন, সমাজের সর্বস্তরের সামর্থবান মানুষগুলো যদি অসহায় সুবিধা বঞ্চিতদের দিকে একটু সুদৃষ্টি দেয়, তাহলে আমাদের সমাজে সুবিধা-বঞ্চিত মানুষের মুখেও হাসি ফোঁটানো সম্ভব। সমাজের অসহায়, সুবিধা-বঞ্চিত মানুষগুলোর জন্য মানবিক দৃষ্টিতে জেলা পুলিশের এ ধরণের সেবামূলক কর্মকান্ড অব্যাহত থাকবে। আইন-শৃঙ্খলা রক্ষাসহ সকল বিষয়ে চুয়াডাঙ্গা জেলাবাসীর সহযোগীতা কামনা করছি।।