January 16, 2026, 2:42 pm

বাবাকে প্রশ্নের ছবি পাঠিয়ে উত্তর জানার চেষ্টা, পরীক্ষার্থী আটক
বাবাকে প্রশ্নের ছবি পাঠিয়ে উত্তর জানার চেষ্টা, পরীক্ষার্থী আটক

বাবাকে প্রশ্নের ছবি পাঠিয়ে উত্তর জানার চেষ্টা, পরীক্ষার্থী আটক

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: বাবাকে প্রশ্নের ছবি পাঠিয়ে উত্তর জানার চেষ্টা, পরীক্ষার্থী আটক
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২৫–২৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা চলাকালীন মোবাইল ফোন ব্যবহার করে অসদুপায় অবলম্বনের অভিযোগে আরও এক পরীক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
জানা গেছে, মেসেঞ্জারের মাধ্যমে বাবার কাছে ছবি পাঠানো এবং ‘চ্যাটজিপিটি’ ব্যবহার করে উত্তর খোঁজার সময় তাকে হাতেনাতে ধরা হয়।
শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র ভবনের ১৩৫নং কক্ষে সি’ ইউনিটের দ্বিতীয় শিফটের পরীক্ষায় এ ঘটনা ঘটে।
এর আগেও বেলা ১১টায় প্রথম শিফটের পরীক্ষায় আরেকজন ভর্তিচ্ছুকে মোবাইলসহ আটক করা হয়।
অসদুপায় অবলম্বনকারী ওই ছাত্রের নাম মো. সামস্ আজমাইন। তিনি নওগাঁ সদরের রহিদুল ইসলামের ছেলে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তর থেকে জানা যায়, আজ রাবির ‘সি’ ইউনিটের দ্বিতীয় শিফটের পরীক্ষা শুরু হয় বিকেল ৩টা থেকে। পরীক্ষা শেষ হওয়ার কিছুক্ষণ আগে এই ভর্তিচ্ছু শিক্ষার্থীর অস্বাভাবিক আচরণ লক্ষ করেন পরীক্ষার হলে থাকা পরিদর্শক। তিনি দেখতে পান, ওই শিক্ষার্থী মোবাইল ফোন ব্যবহার করে ৩টা ১৩ মিনিটে একটা ছবি তোলেন এবং ৩টা ৩০ মিনিটে আরেকটি ছবি তুলে মেসেঞ্জার ব্যবহার করে আরেকজনের কাছে পাঠান। তারপর কাছে গিয়ে দেখতে পান, ওই শিক্ষার্থী ‘চ্যাট জিপিটি’ নামক এআই অ্যাপ ব্যবহার করে উত্তর খুঁজে লেখার চেষ্টা করছেন। পরীক্ষা শেষে তাকে আটক করে প্রক্টর অফিসে নিয়ে আসা হয়।
জানতে চাইলে ওই শিক্ষার্থী বলেন, আমি মোবাইল ফোন ব্যবহার করছিলাম। এটা আমার অপরাধ হয়েছে। আমি প্রশ্নপত্রের দুইটা ছবি তুলেছিলাম কিন্তু আমি লিখতে পারিনি। আমি স্বীকার করছি যে আমি অপরাধ করেছি, তবে আমাকে ছেড়ে দিলে আমি আর জীবনে এমন কাজ করব না।
ছবি কাকে পাঠিয়েছিলেন, জানতে চাইলে ওই শিক্ষার্থী বলেন, আমি আমার বাবাকে ছবি পাঠিয়েছিলাম। আব্বু উওর খুঁজে দিচ্ছিলেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. মাহবুবর রহমান বলেন, আমাদের পরীক্ষা খুব সুন্দরভাবে শুরু হয়েছিল কিন্তু হঠাৎ করে আমরা জানতে পারি প্রথম শিফটে একজন শিক্ষার্থী মোবাইল ফোন ব্যবহার করে ধরা পড়েছে। এরপর দ্বিতীয় শিফটের পরীক্ষা শুরু হয় এবং আবার আরেকজনকে মোবাইলসহ ধরা হয়। এখন তার নামে মামলা করা হবে এবং পরবর্তীতে যেন কোনো শিক্ষার্থী এ ধরনের কাজ না করে সেজন্য আমি নিজে বাদী হয়ে মামলাটি করবো।
উল্লেখ্য, রাবি ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় এ পর্যন্ত ৫ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে দুইজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি কেন্দ্রে। আরেকজনকে ধরা হয়েছে যার সম্পর্কে বিস্তারিত এখনও জানা যায়নি এবং বাকি দুজন রাবি ক্যাম্পাসে পরিক্ষা দিচ্ছিলেন।

এই বিভাগের আরও খবর


দাবানলে পুড়ছে ভারতের উত্তরাখণ্ডের হিমালয়ের পার্বত্য বনাঞ্চল

ফেসবুকে আমরা