সিদ্ধিরগঞ্জ (০৭’জুলাই ২২’ইং রোববার) ঃ সিদ্ধিরগঞ্জে র্যার-১১’র অভিযানে ত্রাস দূর্ধর্ষ কিশোরগ্যাং নেতা রাইসুলসহ টেনশন গ্রুপের ৭’সদস্য গ্রেফতার। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি গুপ্তি ছোরা, দু’টি গিয়ার সুইচযুক্ত ধাঁরালো চাকু, দু’টি ছোরা ও একটি ষ্টিলের পাইপ। গতকাল রোববার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানান র্যাবের মিডিয়া অফিসার সহকারী পরিচালক মো: রিজওয়ান সাঈদ জিকু। তার আগে শনিবার দিবাগত রাতে মিজমিজি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি আব্দুল আলীর পুল এলাকার মো. শফিকুল ইসলামের ছেলে দলনেতা মো. রাইসুল ইসলাম সীমান্ত, মো. নজরুল মিয়ার ছেলে মো. নাঈম মিয়া, মো. আল আমিনের ছেলে মো. হাসান, মোঃ ইসলামের ছেলে মো. পারভেজ মিয়া, মো. আব্দুল হাকিমের ছেলে আবির বিন হাকিম, মো. আমান উল্লাহর ছেলে মো. রাহাত ও নুরুল ইসলামের ছেলে মো. রিয়াদুল ইসলাম। তাদের প্রত্যেকের বয়স ২১’থেকে ২৪’বছরের মধ্যে।
র্যাব জানায়, তারা পরিকল্পিতভাবে দলবদ্ধ হয়ে সংঘাত ও অস্ত্র প্রদর্শন করে জনমনে ভয়ভীতি দেখিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছিল। তাদের সাত থেকে দশ জনের গ্রুপ সংঘবদ্ধ হয়ে এলাকায় বিশৃঙ্খলা ও অরাজকতা করে বেড়াত। জিজ্ঞাসাবাদ ও প্রথমিক অনুসন্ধানে জানা যায়, প্রতিপক্ষ কিশোরগ্যাং সদস্যদের ঘায়েল করতে শক্তি প্রদর্শন করার জন্য ওইসব দেশিয় অস্ত্র নিয়ে তারা একত্রিত হয়েছিল। ধৃতদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের পূর্বক হস্থান্তর করা হয়।#####