March 29, 2024, 8:19 am

হিমালয় পেপার মিলের সাড়ে ৪’কোটি টাকা আত্মসাৎ

,সিদ্ধিরগঞ্জ (০৮’জুন ২২’ইং মঙ্গলবার) ঃ রুপগঞ্জে কর্মচারী কর্তৃক প্রতিষ্ঠানের প্রায় সাড়ে ৪’কোটি টাকা আত্মসাৎ। থানায় মামলা দায়ের, আত্মসাৎকারী ম্যানাজার অমিত কুমার সাহা গ্রেফতার পূর্বক জেলহাজতে। গত ১৭’মে ২২ইং উক্ত প্রতিষ্ঠানের ইনচার্জ কাজল মজুমদার বাদী হয়ে মামলা দায়ের করেন।
মামলা সূত্রে জানা যায়, রুপগঞ্জ থানার যাত্রামুড়া এলাকায় প্রতিষ্ঠিত হিমালয় পেপার মিলে কালেকশন ম্যানাজার হিসেবে চাকুরি করত অমিত সাহা। অমিত সাহা কুমিল্লা জেলার কোতয়ালী থানার চকবাজার এলাকার মৃত অজিৎ কুমার সাহার ছেলে। সে হিমালয় পেপার মিলে দীর্ঘদিন যাবৎ কালেকশন ম্যানাজার হিসেবে কর্মরত ছিল। গত ১’মে হতে ১৬’মে মিলের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে উত্তলন করা টাকার হিসেব না দিয়ে পালিয়ে যায়। পরে হিসেব করে দেখা যায়, মিলের ৪’কোটি ৩৭’লাখ ১৯’হাজার ৯’শ ৭২’টাকার আত্মসাৎ করেছে অমিত। তার সাথে যোগায়োগ করে এ ব্যাপারে জানতে চাইলে আত্মসাতের কথা স্বিকার করে অমিত সাহা। অমিত স্বাক্ষিদের উপস্থিতে আত্মসাৎকৃত প্রায় সাড়ে ৪’কেটি টাকা ফেরত দিতে অস্বিকার করে। পরে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে হিমালয় পেপার মিলের ইনচার্জ কাজল মজুমদার বাদী হয়ে রুপগঞ্জ থানায় ১৭’মে তারিখে ৪০৮’পেনাল কোড ১৮৬০’ধারায় ৩৬নং মামলা দায়ের করে। মামলার সূত্রধরে আত্মসাৎকারী অমিত কুমার সাহাকে গ্রেফতার পূর্বক নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করে পুলিশ। আদালত ধৃতকে জেল হাজতে পাঠায়।#####

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা