April 24, 2024, 12:00 am

র‌্যাব-১১ এর অভিযানে সিদ্ধিরগঞ্জ হতে ০৩ চাঁদাবাজ গ্রেফতার॥

প্রেস রিলিজ ঃ গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিএসসি, আদমজীনগর, নারায়ণগঞ্জ এর অপর একটি আভিযানিক দল ১৩ মার্চ রাতে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাং রোড এলাকায় হাজী নেকবর আলী সুপার মার্কেটের সামনে অবৈধ চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ফুটপাতের অস্থায়ী ব্যবসায়ীদের ভয়ভীতি দেখিয়ে ও হুমকি প্রদর্শণ করে চাঁদাবাজি করার অপরাধে ০৩ জন পেশাদার চাঁদাবাজ’কে হাতে-নাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলোঃ ১। মোঃ রুহুল আমিন (৫২), পিতা- মৃত জামাল মাতবর, সাং- কামারখাড়া, থানা- টঙ্গীবাড়ী, জেলা- মুন্সীগঞ্জ, ২। মোঃ সাইফুল ইসলাম (৩১), পিতা- ফজলুল হক, সাং- পাইনাদী নতুন মহল্লা, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ এবং ৩। মোঃ মিরাজ হাওলাদার (২৯), পিতা- হজরত আলী, সাং- দৌলতখান, থানা- দৌলতখান, জেলা- ভোলা। এসময় গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হতে চাঁদাবাজির নগদ ৮,৭১৫/- টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত চাঁদাবাজরা আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে পরষ্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাং রোড এলাকায় হাজী নেকবর আলী সুপার মার্কেটের সামনে ফুটপাতের বিভিন্ন অস্থায়ী ব্যবসায়ীদের গুরুতর আঘাত এবং ক্ষয়ক্ষতির ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক দোকানপ্রতি ১৫০/- থেকে ২০০/- টাকা হারে অবৈধ চাঁদা আদায় করে আসছিল। তাদের অত্যাচারে ফুটপাতের ব্যবসায়ীরা অতিষ্ঠ। চাঁদাবাজি বন্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।

উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা