April 20, 2024, 8:46 am

চালের ট্রাক থেকে ৫৮২ বোতল ফেন্সিডিলসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

প্রেস বিজ্ঞপ্তি* আজ রবিবার বেলা ০৫.০০ ঘটিকায় র‌্যাব-২ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, সীমান্তবর্তী এলাকা কুষ্টিয়া জেলা হতে একটি চাউল বোঝাই ট্রাক করে মাদকের একটি বড় চালান নিয়ে রাজধানী ঢাকা হয়ে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে হাস্তান্তরের জন্য আসছে। প্রাপ্ত সংবাদের সত্যতা যাচাইয়ের নিমিত্তে র‌্যাবের আভিযানিক দল ১৬/০১/২০২২ইং তারিখে ভোর ০৫.০০ ঘটিকায় রাজধানীর ডিএমপি দারুস ছালাম থানা রাস্তার উপরে চেকপোষ্ট স্থাপন করে। আনুমানিক ০৫.৪৫ ঘটিকার সময় চাল বোঝাই ১টি ট্রাক উক্ত স্থানে পৌঁছালে গাড়িটি সন্দেহ হলে থামার জন্য সংকেত দিলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে গাড়ি নিয়ে কৌশলে পালানোর চেষ্টাকালে আসামী ১। মোঃ কামরুল শেখ (৪৫), পিতা-মৃত তারা শেখ, কুষ্টিয়া ২। মোঃ ওয়াসিম আকরাম (২৪), মোঃ মহাসিন সরকার, কুষ্টিয়াদ্বয়’কে ট্রাকসহ আটক করে। আটককৃত আসামীদের মাদক চালান সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে প্রথমে অস্বীকার করলেও পরবর্তীতে গাড়িতে ফেন্সিডিল (মাদক) আছে বলে স্বীকার করে। তাদের দেয়া তথ্য মতে তল্লাশী করে *ট্রাকের কেবিনে তিনটি নীল রংয়ের জারিকেনের মধ্যে অভিনব পন্থায় লুকায়ীত ৫৮২ (পাঁচশত বিরাাশি) বোতল ফেন্সিডিল, যার বর্তমান বাজার মূল্য আনুমানিক- ৮,৭৩,০০০/- টাকা এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।*

৩। আটককৃদের জিজ্ঞাসাবাদে আরো জানায় যে, রাজধানীসহ আশেপাশের জেলায় নেশা জাতীয় দ্রব্যের ব্যাপক চাহিদা থাকায় দেশের আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে অভিনব পন্থায় নিত্য নতুন কৌশল অবলম্বন করে অবৈধভাবে বাংলাদেশে আসা ফেন্সিডিল স্বল্প মূল্যে ক্রয় করে বিভিন্ন অভিনব পন্থায় ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে চড়াদামে বিক্রয় ও সরবরাহ করে আসছিল। উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আসামীদ্বয়ের মধ্যে মোঃ ওয়াসিম আকরাম (২৪) এর বিরুদ্ধে কুষ্টিয়া জেলার, ইসলামী বিশ^বিদ্যালয় থানায় একটি মাদক মামলা রয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা