April 19, 2024, 5:56 pm

ট্যাক্স বাড়াইনি, মানুষ আরামসে ট্যাক্স দিচ্ছে : আইভী

নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সরকারদলীয় মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াত আইভী বলেছেন, কোন ট্যাক্স বাড়ানো হয়নি, সিটি করপোরেশনে কোন হয়রানি নেই। আমি যদি ট্যাক্স বাড়াতাম তাহলে তো ৫ বছরে মানুষ বলতো। এসব বলে মানুষকে বোকা বানানো যাবেনা। যেটা ট্যাক্স সেটা মানুষ দিচ্ছে, আরামসে দিচ্ছে কারো কষ্ট হচ্ছেনা। হঠাৎ উনি (তৈমুর) এসে এখন বিভ্রান্তি ছড়াচ্ছেন।

বুধবার (২৯ ডিসেম্বর) বিকেলে সিদ্ধিরগঞ্জে প্রচারণায় অংশ নেয়ার সময় সাংবাদিকরা ট্যাক্স বৃদ্ধি নিয়ে প্রশ্ন করলে প্রথমে এড়িয়ে যান আইভী। তিনি বলেন, এসব নিয়ে এখন কথা বলার সময় না, পরে একসময় বলবো। এখন তো প্রচারণা করতে এসেছি, আমার সময় নষ্ট হচ্ছে।

পরে আবারো সাংবাদিকরা এসব অভিযোগ তৈমুর আলম খন্দকারসহ অন্য প্রার্থীদের জানিয়ে জানতে চাইলেন উত্তরে একথা বলেন আইভী।

এর আগে বিকেলে তিনি সিদ্ধিরগঞ্জের ৮ নং ওয়ার্ডে প্রচারণায় আসেন। সেখানে আগে থেকে তার লোকজনদের ফুল দিয়ে ছিটানোর জন্য প্রস্তুত রাখা হয়। আইভী আসলে সেসব ফুল ছিটায় নেতাকর্মীরা।

গত নির্বাচনেও প্রতিটি প্রচারণাস্থলে আগে থেকেই ফুল পাঠিয়ে প্রস্তুত করে রাখতেন আইভীর নেতাকর্মীরা। পরে প্রচারণাস্থলে আইভী আসলেই তারা সেই ফুল ছিটাতেন। এবারো আগের মতই ফুল ছিটিয়ে প্রচারণা করছেন আইভী।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা