April 20, 2024, 1:11 am

শৈলকুপার ২টি ইউনিয়নের নির্বাচন স্থগিত!

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ-সীমানা জটিলতার কারণে শৈলকুপার ২ টি ইউনিয়নের নির্বাচন স্থগিত রয়েছে। উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা গেছে, ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ৯ নং মনোহরপুর ও ১২ নং নিত্যানন্দন পুর ইউনিয়ন ২টি বাদে ১২টি ইউনিয়নে ৫ম ধাপের ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল ঘোষনার মধ্যে রয়েছে চলতি বছরের মনোনয়ন পত্র জমার শেষ তারিখ ৭ ডিসেম্বর, মনোনয়ন বাছাই ৯ ডিসেম্বর, আপিল দায়ের ১০-১২ ডিসেম্বর, আপিল নিষ্পন্ন ১৩-১৪ ডিসেম্বর ,প্রত্যাহার ১৫ ডিসেম্বর ও প্রতিক বরাদ্দ ১৭ ডিসেম্বর। আগামী ৫ জানুয়ারি -২০২২ তারিখে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। এ ব্যাপারে উপজেলা নির্বাচন অফিসার জুয়েল আহম্মেদ জানান, ১২ নং নিত্যানন্দনপুর ইউনিয়নে সীমানা জটিলতার কারণে ইতি পৃবে হাইকোটে একটি রিট করা হয়েছিল এবং ৯নং মনোহরপুর ইউনিয়নে কি কারণে নির্বাচন স্থগিত রয়েছে তা আমার জানা নেই। এদিকে হাকিমপুর, ধলহরাচন্দ্র ও উমেদপুর ইউনিয়নে ইভিএম ম্যাশিনে ভোট গ্রহন করা হবে আর বাকী ৯টি ইউনিয়নে ব্যালট পেপারে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা