April 25, 2024, 12:06 pm

র‌্যাব-১১’র অভিযানে বিপুল পরিমান ভেজাল খাদ্যপণ্য ও কেমিক্যাল জব্দসহ ম্যানাজার গ্রেফতার

সিদ্ধিরগঞ্জের আদমজী নগরে অবস্থিত র‌্যাব-১১’র অভিযানে ‘মল্লিক ফুড কনজুম্যার এন্ড বেভারেজ’ কারখানা থেকে বিপুল পরিমান ভেজাল খাদ্যপণ্য ও কেমিক্যাল জব্দসহ ম্যানাজার লোকমান গ্রেফতার। গত বুধবার বিকেলে থানার নিমাইকাশারী এলাকায় এ অভিযান চালানো হয়। গতকাল বৃহস্পতিবার র‌্যাব বাদী হয়ে ধৃতর বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক সিদ্ধিরগঞ্জ থানায় হস্থান্তর করে।
র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১’র একটি আভিযানিক দল সিদ্ধিরগঞ্জ থানার নিমাইকাশারী এলাকায় ভেজাল ও ক্ষতিকর খাদ্য পানীয় তৈরির অনুনোমোদিত ‘মল্লিক ফুড কনজুম্যার এন্ড বেভারেজ’ কারখানায় অভিযান চালায়। উক্ত অভিযানে কারখানার ম্যানেজার মোঃ লোকমান হাকিম (৪৬)’সহ বিপুল পরিমাণ ভেজাল শিশু খাদ্যপণ্য ললিপপ, আইস ললি, লিচি, ম্যাংগো জুস, চকোলেট ও ভেজাল খাদ্যপণ্য উৎপাদনের কাজে ব্যবহৃত ক্ষতিকর রাসায়নিক দ্রব্যাদি জব্দ করা হয়।
র‌্যাব আরো জানায়, একটি চক্র কয়েক বছর যাবৎ সিদ্ধিরগঞ্জ থানাধীন নমাইকাশারী এলাকার মোঃ নুরুল ইসলামের বাড়ী ভাড়া নিয়ে সরকারী অনুমোদন বিহীন ‘মল্লিক ফুড কনজুম্যার এন্ড বেভারেজ’ কারখানা চালিয়ে আসছিল। উক্ত কারখানায় অস্বাস্থ্যকর পদ্ধতিতে বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক দ্রব্য, রং ও ফ্লেভার ব্যবহার করে অবৈধভাবে ভেজাল খাদ্য ও পানীয়দ্রব্য উৎপাদন ও বাজারজাত করে আসছে যা শিশু এবং জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। র‌্যাব-১১ কর্তৃক গোয়েন্দা অনুসন্ধান চালিয়ে উক্ত সরকারী অনুমোদনহীন কারাখানাকে সনাক্তপূর্বক আইনের আওতায় নিয়ে আসার জন্য অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত উক্ত কারখানার ম্যানেজারকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সরকারী অনুমোদন ব্যতীত দীর্ঘদিন ধরে তারা ভেজাল ও মানহীন খাদ্যপণ্য উৎপাদন করে নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে অবৈধভাবে বাজারজাত করে আসছিল। গতকাল বৃহস্পতিবার র‌্যাব বাদী হয়ে মামলা দায়ের পূর্বক সিদ্ধিরগঞ্জ থানায় হস্থান্তর করে।#####

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা