April 24, 2024, 8:32 am

আসন্ন সিটি নির্বাচনে বিশৃঙ্খলা কারীদের কোন ছাড় দেয়া হবে না ওসি মশিউর

আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে সিদ্ধিরগঞ্জের ১০’টি ওয়ার্ডে সুষ্ঠু ও নিরপেক্ষতা বজায় রাখার ক্ষেত্রে কোন ধরনের বিশৃঙ্খলাকে ছাড় দেয়া হবে না বলে কড়া হুশিয়ারি দিয়েছে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মশিউর রহমান পিপিএম(বার)। ইতোমধ্যে নির্বাচনে অনেকে গণসংযোগ করছেন। বিভিন্ন প্রার্থীরা সাধারণ ভোটারদের কাছে যাচ্ছেন। এই প্রচারনা ও নির্বাচন কালীন সময়ে যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে সেজন্য সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেন তিনি। গতকাল শুক্রবার জুমার নামাজের সময় নাসিক ৮নং ওয়ার্ডের তাঁতখানা বায়তুন নূর জামে মসজি সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, সমাজের নানাবিধ সমস্যা থাকে। সেগুলো নিয়ে পুলিশ কাজ করে। যে কোন সমস্যা নিয়ে সরাসরি আমার কাছে চলে যাবেন। মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, ইভটিজিং ও কিশোরগ্যাং এসব নিয়ন্ত্রণে আমরা প্রশাসন কাজ করে যাচ্ছি। আমরা সফল হবো যখন সাধারণ মানুষ আমাদের সহযোগিতা করবেন। এই সিদ্ধিরগঞ্জে আমার চাকরির বয়স প্রায় এক বছর। আমি আমার এই সময় কালে থানায় সেবা নিতে আসা লোকদের যাতে কোন রকম হয়রানি না হতে হয় সেজন্য কাজ করেছি। এবং যতদিন আমি আছি ততদিন যাতে থানায় সেবা নিতে কোন ধরনের হয়রানি না হয় সেই ধারাবাহিকতা বজায় থাকবে। এ সময় তিনি আরো বলেন, সামনে সিটি নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে যাতে কোন বিশৃঙ্খলা না হয় সেদিকে সবাই সজাগ দৃষ্টি রাখবেন। কারো কোন হুমকি-ধামকিকে ভয় পাবেন না। যে কোন বিষয়ে সরাসরি আমার কাছে চলে আসবেন। আমি আপনাদের সেবক হিসেবে কাজ করতে চাই। যারাই বিশৃঙ্খলার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেয়া হবে। সে যে দলেরই হোক। আইন সবার জন্য সমান। নির্বাচন করবেন নির্বাচনি বিধিমালা মেনে। সিদ্ধিরগঞ্জের ১০ টি ওয়ার্ডে নির্বাচনকে সুষ্ঠু করতে এখন থেকেই কাজ করছি আমরা। সামাজিক অপরাধ যাতে কম হয় সে বিষয়ে সকলকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান তিনি।#####

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা