April 19, 2024, 9:29 pm

মতলবে পারিবারিক কলহে দুই সন্তানের জননীর বিষ পানে আত্মহত্যা

মতলব প্রতিনিধিঃ মতলব দক্ষিণ উপজেলায় লেজাকান্দি খন্দকার বাড়ীতে বিষ পানে আত্মহত্যা করেছে দুই সন্তানের এক জননী। সে উত্তর উপাদী ইউনিয়নের লেজাকান্দি খন্দকার বাড়ীর ফজলুল হক বকাউলের ছেলে কামালে স্ত্রী। গত ২ অক্টোবর শনিবার রাত ৩ টার সময় নিজ ঘরে বিষ পান করলে তার স্বামি ও বাড়ির লোকজন দ্রত মতলব দক্ষিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে এলে কর্মরত চিকিৎসক তাকে প্রথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চাঁদপুর সদর হাসপাতালে প্রেরন করে ।
ভোর রতে সায়েরা চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্হায় মারা যায় ।
নিহতের চাচা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, স্বামী ও শ্বশুর বাড়ীর লোকজনদের নানা ধরনের অত্যাচার নির্যাতন সইতে না পেরে রাগে ক্ষোভে অভিমান করে বিষ পানে আত্মহত্যা করে সায়েরা আক্তার। তার পিতার বাড়ী নারায়নপুরের বাড়িগাঁও গ্রামে। তার পিতার নাম মৃত দুলাল প্রধান । মৃত্যু কালে সে এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন ।
সায়েরা আক্তারের চাচা রহমত উল্লা অভিযোগ করে বলেন, দির্ঘদিন যাবত শ্বশুর বাড়ীর লোকজন তাকে বেধরক মারধর করতো। তার স্বামীকে জানানো হলে উল্টো সায়েরাকে তার স্বামী গালমন্দ করে। শ্বশুর বাড়ীর লোকজনের অত্যাচার সইতে না সায়েরা আত্মহত্যা করেছে ।
সায়েরার শাশুড়ী বলেন আমাদের বাড়ীর কেউ তাকে মারধর করেনি কেন সে বিষ খেয়েছে তা আমরা জানিনা
এ বিষয়ে ওসি মোহাম্মদ মহিউদ্দিন মিয়া বলেন, এ ঘটনাটি শুনেছি চাঁদপুরে মামলা হয়েছে ।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা