March 29, 2024, 11:17 am

ঐতিহ্যবাহী ডাকাতীয়া নদীর পুর্নখনন প্রকল্প পরিদর্শন করেন-এলজিআরডি মন্ত্রী

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধিঃ কুমিল্লার মনোহরগঞ্জে পিতা-মাতার কবর যেয়ারত করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম। ঐতিহ্যবাহী ডাকাতীয়া নদীর পুনর্খনন প্রকল্প পরিদর্শন শেষে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দিকনির্দেশনা দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম।( ৩০শে এপ্রিল) শুক্রবার দুপুরে মনোহরগঞ্জ নিজ গ্রাম পোমগাঁও পিতা-মাতার কবর যেয়ারত করেন।

এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, পুলিশ সুপার ফারুক আহমেদ, এলজিইডি কুমিল্লার নির্বাহী প্রকৌশলী খন্দকার আসাদুজ্জামান, জনস্বাস্থ্য প্রকৌশলী মোহাম্মদ নাসরুল্লাহ, লাকসাম উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট ইউনুস ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, মনোহরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাষ্টার আবদুল কাইয়ুম চৌধুরী, ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম, লাকসাম পৌর মেয়র অধ্যাপক মোঃ আবুল খায়ের, মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল রানা, লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম সাইফুল আলম, ইউপি চেয়ারম্যান শাহীন জিয়া, কামাল হোসেন, আলমগীর হোসেন, নিজাম উদ্দিন শামীম, ওমর ফারুক, রুহুল আমিন প্রমুখ।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা