April 25, 2024, 8:59 pm

কেশবপুরে জামাত-বিএনপি’র নাশকতা, নৈরাজ্যের প্রতিবাদে আ.লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

শামীম আখতার, বিভাগীয় প্রধান (খুলনা) যশোরের কেশবপুরে বিজয়ের মাসে সারাদেশে স্বাধীনতা বিরোধী জামাত-বিএনপি’র সন্ত্রাসীদের নাশকতা, নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বিকেলে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে পৌরশহরের শহীদ দৌলত বিশ্বাস চত্বরে ওই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশের আলোচনা সভা শেষে একটি বিক্ষোভ মিছিল বের করে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

উক্ত সমাবেশে কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন সভাপতিত্ব করেন।

কেশবপুর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন যশোর জেলা আওয়ামী লীগের সদস্য ও কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাডভোকেট রফিকুল ইসলাম পিটু,
উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, বিদ্যানন্দকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন, পাঁজিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল, উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক বি এম শহিদুজ্জামান শহিদ, উপজেলা জাতীয় শ্রমিকলীগের আহ্বায়ক সরদার মুনছুর আলী, ছাত্রলীগ নেতা মুন্নাফ হোসেন প্রমূখ।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বাবু তপন কুমার ঘোষ মন্টু, যুগ্ম-সম্পাদক ও সাবেক চেয়ারম্যান ইয়ার মাহমুদ, মজিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিয়ার রহমান পিরু, সাধারণ সম্পাদক গাজী গোলাম সরোয়ার, গৌরীঘোনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান, পাঁজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসীম উদ্দীন, হাসানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌহিদুজ্জামান তৌহিদ, ত্রিমোহিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আনিছুর রহমান, উপজেলা যুবলীগের যুগ্ন-আহ্বায়ক আবু সাঈদ লাভলু, সুফলাকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মনি, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রাবেয়া ইকবাল, হাসানপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত আহবায়ক জি এম সিরাজুল ইসলাম সিরাজ, হাসানপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ন-আহবায়ক সাদ্দাম হোসেন সহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলালীগ, কৃষকলীগের নেতা-কর্মীবৃন্দ।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা