April 25, 2024, 5:27 pm

বেনাপোল সীমান্তে অস্ত্র-গুলিসহ দুর্ধর্ষ অস্ত্র ব্যবসায়ী জহুরুল

আটক বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোল সীমান্ত থেকে ০১ টি ৯ এমএম পিস্তল, ০১টি ম্যাগাজিন ও ০৪ রাউন্ড গুলিসহ দুর্ধর্ষ মাদক ও অস্ত্র ব্যবসায়ী জহুরুল বিশ্বাস (৩০) কে আটক করেছে বিজিবি। রবিবার রাতে বেনাপোল সীমান্তের পুটখালী গ্রামস্থ কামারবাড়ী মোড় পাকা রাস্তার উপর হতে তাকে আটক করা হয়। আটক জহুরুল বিশ্বাস পুটখালী পশ্চিমপাড়া গ্রামের মৃত জাহান আলী বিশ্বাসের ছেলে। খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তানভীর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুটখালী বিওপি’র ০১টি চৌকষ টহল দল পুটখালী গ্রামস্থ কামারবাড়ী মোড় পাকা রাস্তার উপর গোপনীয়তার সাথে অবস্থান নেয় এবং কিছুক্ষন পর ০১ জন ব্যক্তিকে টহল দলের দিকে আসতে দেখে তাকে সন্দেহজনক ভাবে থামতে বললে উক্ত ব্যক্তি দৌড়ে পালাবার চেষ্টা করে। বিজিবি টহল দল তাকে ধরার জন্য পিছনে ধাওয়া করে এবং আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উক্ত ব্যক্তিকে তল্লাশী করে তার কোমরের লুঙ্গির পিছন হতে ০১টি ৯ এমএম পিস্তল (ইউএসএ), ০১টি ম্যাগাজিন, ০৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আটককৃত অস্ত্র- গোলাবারুদের সিজার মূল্য- ১,০১,৮০০/- টাকা। আটক মাদক ও অস্ত্র ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন রয়েছে। কার্যক্রম শেষে তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা