March 28, 2024, 11:29 pm

কেশবপুরে আন্তঃ উপজেলা বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

শামীম আখতার, বিভাগীয় প্রধান (খুলনা) যশোরের কেশবপুরে আন্ত: উপজেলা বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ১৪ অক্টোবর (শুক্রবার) বিকেলে কেশবপুর উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ওই ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার ও ক্রীড়া সংস্থার সভাপতি এম এম আরাফাত হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন যশোর-৬ কেশবপুরের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা শাহীন চাকলাদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, কেশবপুর পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন, কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ বোরহান উদ্দীন।

উদ্বোধনী টুর্নামেন্টে যশোর সদর উপজেলা ফুটবল একাদশ এবং কেশবপুর উপজেলা ফুটবল একাদশ দল অংশগ্রহণ করেন। নিদিষ্ঠ সময়ের মধ্যে খেলায় উভয় দলের কোন গোল না হওয়ায় পরবর্তীতে টাইব্রেকারের মাধ্যমে ৪-২ গোলের ব্যবধানে যশোর ফুটবল একাদশ বিজয়ী হন।

খেলা শেষে যশোরের হোটেল জাবের ইন্টারন্যাশনাল এর পক্ষ থেকে বিজয়ী যশোর ফুটবল একাদশ দলের গোলরক্ষক মিতুল হাসানকে ম্যান অফ দ্য ম্যাচের পুরুষ্কার তুলে দেওয়া হয়।

খেলায় প্রধান রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন আতিয়ার রহমান এবং সহকারী রেফারি ছিলেন নুরুল ইসলাম খান ও রাজু আহম্মেদ।

অনান্যাদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, যশোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মজিদ, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জিয়াউল হাসান হ্যাপী, ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব মোঃ খলিলুর রহমান, সদস্য রেজাউল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মহিত নাথ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আকতার সাদেক, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ, সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, উপজেলা কৃষি অফিসার ঋতুরাজ সরকার, প্রাথমিক শিক্ষা ইন্সট্রাক্টর মোঃ রবিউল ইসলাম, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল, যুগ্ম-সম্পাদক ইনামুল হাসান নাঈম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ূন কবির পলাশ, পাঁজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন, গৌরিঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান, সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা বাবু, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক ও পৌর কাউন্সিলর বিশ্বাস শহিদুজ্জামান শহিদ, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জয় সাহা, অলিয়ার রহমান প্রমূখ।

উল্লেখ্য, যশোর জেলার ৮টি উপজেলা ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করবে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা