April 18, 2024, 6:56 am

মতলব উত্তরে সমাজচ্যুত করার প্রতিবাদে সাবেক কাউন্সিলরসহ এলাকাবাসীর সম্মেলন

মতলব উত্তর প্রতিনিধি :-চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ২নং ওয়ার্ডের সাবেক কমিশনার মো. খোকন প্রধান ও তার ভাই ভাগিনাদের সমাজচ্যুত করার প্রতিবাদে এক সম্মেলন করেছে এলাকাবাসী। মঙ্গলবার বিকেলে ছেংগারচর বাজারস্থ মতলব উত্তর প্রেসক্লাব চত্ত্বরে এ প্রতিবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এসময় ভুক্তভোগীরা বলেন, আমরা স্থায়ীভাবে শিকিরচর গ্রামের বাসিন্দা। আমাদের বাপ-দাদা সহ পূর্ব পুরুষরা এই গ্রামে বসবাস করে আসছে। গ্রামের মুষ্টিয়েক লোকজন মিলে আমাদেরকে অন্যায়ভাবে সমাজচ্যুত করার ঘোষনা করেছে। আমার সাথে যদি কারো সাথে কথা বলি তাহলে তাদের নাকি ৫ লক্ষ টাকা জরিমানা করা হবে। সেই ভয়ে আমাদের সাথে কেউ কথা বলে না। কি অপরাধের ভিত্তিতে আমাদের সমাজচ্যুত করেছে আমরা জানিনা। আমাদের উপর অন্যায় করা হয়েছে। এটা একটা মানবাধিকার লঙ্ঘনের মত অপরাধ। তাই সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনের কাছে অনুরোধ, আপনাদের সুষ্ঠ তদন্তের মাধ্যমে সঠিক সিদ্ধান্তের আশা করছি।
প্রতিবাদ সভায় বক্তব্য দেন, ছেংগারচর পৌরসভার ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ খোকন প্রধান, পৌর কৃষক লীগের সভাপতি আঃ কাদির প্রধান, শাহ আলম, সাবেক ছাত্রলীগ নেতা হৃদয় প্রধান, পৌর আওয়ামী লীগ কর্মী বাবুল প্রধান, ছাত্রলীগ নেতা মেহেদী হাসান জয়, সমাজসেবক মোহাম্মদ আলী বেপারী, শরীফ মিয়া, শুক্কুর প্রধান, তমিজ আলী বেপারী, দুলাল মল্লিক, সালাম হোসেন সুজন, শিউলী বেগম, মনিরা বেগম, খাদিজা বেগম, রোশনারা বেগম, শাহিদা বেগম, সেলিনা বেগম’সহ শত শত নারী পুরুষ।
জানা গেছে, গত ২৯ জুন শিকিরচর গ্রামে চলাচলের রাস্তার উপর দিয়ে ড্রেজারের পাইপ বসিয়ে বালু নেওয়ার কারণে রাস্তার ক্ষতি হচ্ছে বলে তারা প্রতিবাদ করলে দুই গ্রুপের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। ওই বিরোধ কেন্দ্র করে সম্মেলনকারীদের সমাজচ্যুত করার ঘোষনা দেয় প্রতিপক্ষ গ্রুপ।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা